Activity Info
- বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম। শুরুতে এটি ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত থাকলেও দুর্গাপুর পৌরসভা হওয়ার সাথে সাথে সদরের পার্শ্ববর্তী হওয়ায় গ্রামটিকে ওয়ার্ড হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। । ইংরেজ শাসন আমলে স্থাপিত শত বছরের পুরনো বয়েজ ও গালর্স হাই স্কুল, সরকারী কালচারাল একাডেমী, সোমেশ্বরী নদী, সাগর দিঘী, দুর্গাপুর রাজবাড়ী, পুরাকীর্তি নিদর্শন মঠগড়, মনোরম প্রাকৃতিক পরিবেশ আর দর্শনীয় স্থানগুলোর কারণে পর্যটকদের কাছে এটির যথেষ্ট সুনাম আছে। স্থানিয় অধিবাসীদের ৬০ ভাগ গারো আদিবাসী ৩০ ভাগ মুসলিম, বাকি ১০ ভাগ হিন্দু ও অন্যান্য জনগোষ্ঠী।[১]
বিরিশিরি
সুসং দুর্গাপুরের চিনামাটির পাহাড় ও তার জল
এখানে বাসস্ট্যান্ড থাকায় এটি সারাদেশ ব্যাপী একটি পরিচিত নাম । অনেকে বিরিশিরিকে দুর্গাপুর শহর থেকে আলাদা মনে করেন। কিন্তু বিরিশিরি দুর্গাপুর পৌরসভার একটি ওয়ার্ড । সোমেশ্বরী নদীই দুর্গাপুর ও বিরিশরিকে আলাদা করেছে।
কালচারাল একাডেমিসম্পাদনা
বিরিশিরি কালচারাল একাডেমিতে উপজাতীয় সংস্কৃতি চর্চা করা হয়। এখানে প্রতি বছর উপজাতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠান হয়ে থাকে। প্রতিটি অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে প্রচুর জনসমাগম হয়।
কমলা রাণী দিঘীসম্পাদনা
বিরিশিরি ইউনিয়ন পরিষদের পাশেই কমলা রাণী দিঘী। এই কমলা রাণী দিঘী সাগর দিঘি নামেও পরিচিত। দিঘীটি পুরোপুরি নদী গর্ভে বিলীন হয়ে গেলেও এর দক্ষিণ পশ্চিম পাড় এখনও কালের স্বাক্ষী হয়ে আছে।
সোমেশ্বরী নদীসম্পাদনা
বলা যায় এই নদীটি একটি কয়লা খনি। সারা দিন স্থানিয় দিন-মজুররা এই নদীতে কয়লা তোলে। দিন শেষে স্থানিয় মজুদদারদের কাছে কয়লা বিক্রি করে। মেঘালয়ের গারো পাহাড় থেকে নেমে এসেছে এই সোমেশ্বরী নদী যার আদি নাম ছিলো ‘সমসাঙ্গ’। বিজয়পুর, রানী খং এসব জায়গায় যেতে হলে এই নদী নৌকায় পাড় হতে হয়।
কুল্লাগড়া মন্দিরসম্পাদনা
বিজয়পুর যাওয়ার সময় পথেই পড়বে কুল্লাগড়া মন্দির।
Activity start time: 12 PM /-
Activity end time: 10 PM /-
Price: 2000 /-
Activity Details
-
06 PM: আমাদের বাস ছাড়বে ঢাকার উদ্দেশে, ইনশাল্লাহ্ রাত ১০টায় ঢাকা থাকবো।
-
06 AM: আমারা বিরিশিরি থাকবো,আমাদের রিজার্ভ করা অটো করে চলে যাব নাস্তা করতে রেস্তোরা। নাস্তা করে লেগুনা নিয়ে ঘুরে দেখবো
বিরিশিরি
সুসং দুর্গাপুরের চিনামাটির পাহাড় ও তার জল
এখানে বাসস্ট্যান্ড থাকায় এটি সারাদেশ ব্যাপী একটি পরিচিত নাম । অনেকে বিরিশিরিকে দুর্গাপুর শহর থেকে আলাদা মনে করেন। কিন্তু বিরিশিরি দুর্গাপুর পৌরসভার একটি ওয়ার্ড । সোমেশ্বরী নদীই দুর্গাপুর ও বিরিশরিকে আলাদা করেছে।
কালচারাল একাডেমিসম্পাদনা
বিরিশিরি কালচারাল একাডেমিতে উপজাতীয় সংস্কৃতি চর্চা করা হয়। এখানে প্রতি বছর উপজাতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠান হয়ে থাকে। প্রতিটি অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে প্রচুর জনসমাগম হয়।
কমলা রাণী দিঘীসম্পাদনা
বিরিশিরি ইউনিয়ন পরিষদের পাশেই কমলা রাণী দিঘী। এই কমলা রাণী দিঘী সাগর দিঘি নামেও পরিচিত। দিঘীটি পুরোপুরি নদী গর্ভে বিলীন হয়ে গেলেও এর দক্ষিণ পশ্চিম পাড় এখনও কালের স্বাক্ষী হয়ে আছে।
সোমেশ্বরী নদীসম্পাদনা
বলা যায় এই নদীটি একটি কয়লা খনি। সারা দিন স্থানিয় দিন-মজুররা এই নদীতে কয়লা তোলে। দিন শেষে স্থানিয় মজুদদারদের কাছে কয়লা বিক্রি করে। মেঘালয়ের গারো পাহাড় থেকে নেমে এসেছে এই সোমেশ্বরী নদী যার আদি নাম ছিলো ‘সমসাঙ্গ’। বিজয়পুর, রানী খং এসব জায়গায় যেতে হলে এই নদী নৌকায় পাড় হতে হয়।
কুল্লাগড়া মন্দিরসম্পাদনা
বিজয়পুর যাওয়ার সময় পথেই পড়বে কুল্লাগড়া মন্দির সব জায়গা গুলো।
-
12 PM: আমাদের বাস নদ্দা নতুন বাজার বাস কাউন্টার থেকে ছাড়বে ।
Activity Terms and Conditions
1
সবাই আমরা টিম হয়ে যাবো, সো একটা ফ্যামেলি। তাই সবাইকে সবাই একটু দেখে রাখবো আশাকরি। 2
ট্যুরে ছোট খাট ব্যাপার গুলোকে এড়িয়ে যাওয়ার ট্রাই করবো। 3
ঝগড়া করা থেকে বিরত থাকবো।
4
সবাই সবাই কে সম্মান করবো হোক সে ছোট
5
অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
6
স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
7
কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
8
নির্দিষ্ট সময়ে ইভেন্ট ফি পরিশোধ করা।
9
ভ্রমন চলাকালিন যেকোন সমস্যা/দুর্ঘটনা মেনে নেওয়ার মন মানসিকতা নিয়েই অংশগ্রহন করা।
10
অনাকাঙ্খিত সমস্যা হোস্টের মাধ্যমে সমাধানের চেষ্টা করা।
11
অতিরিক্ত দু:সাহসিকতা না দেখানো, সাতার না জানলে পানিতে না নামা।
12
সম্পূর্ন ট্রিপের বিবরন ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করেছেন।
(প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, দুর্ঘটনা ইত্যাদির জন্য দায়ী নয় এমন কারণে যদি ট্রিপের অনাকাঙ্খিত খরচ বৃদ্ধি পায় সেটা সবাই সমান হার দিব ।
Activity Remark
1
বুকিং দেওয়ার পর কেউ যেতে না পারলে অন্য কেউ সেই জায়গায় যেতে পারবে তবে টাকা ফেরত যোগ্য নয়।
2
আগে আসলে আগে বুকিং এর মাধ্যমে বাসের সিট বন্টন করা হবে।
Activity Include
1
অভিজ্ঞ গাইড
(প্রশিক্ষণ প্রাপ্ত হাস্য উজ্জ্বল হোস্ট )
2
ঢাকা-বিরিশিরি -ঢাকা নন এসি বাস /হাইস কার
3
সকল লোকাল ভাড়া
(লেগুনা,অটোরিকশা, নৌকা)
4
সমোসরী নৌকা ভাড়া
5
০২বেলা খাবার ও বিকালে নাস্তা
আমাদের খাবার মেনু
সকাল: রুটি/পরাটা+ডিম ভাজি+সবজি+চা
দুপুরে :ভাত+হাস/ মুরগী/মাছ +ভর্তা +ডাল
বি:দ্রি : স্থায়ী ফল থাকবে+চা হবে জোমছে।
Activity Exclude
1
কোন ব্যক্তিগত খরচ এবং যা উল্লেখ নাই
2
ঔষধ/শপিং
3
কোন রকম ব্যক্তিগত বীমা
4
যাওয়া এবং আসার দুই বার যাত্রা বিরতির খাবার।
ট্যুর প্লানে যা নেই এমন বিষয়, নিজের বহন করতে হবে