Activity Info
- বছরের জানুয়ারী ফেব্রুয়ারী মাসে গোলাপের মৌসুম যাদি হয়, গোলাপের মাঝে, কমন হয়???
শীতকালে গোলাপ গ্রাম ভ্রমণ এর উপযুক্ত সময় ।এই সময়ে পুরো গ্রাম ই গোলাপ আর গোলাপ ।নতুন নতুন ফুল ফোটে চারদিকে।
গোলাপ গ্রাম, সাদুল্লাহপুর। শহুরে যান্ত্রিক জীবন থেকে একটু দূরে,গোলাপ গ্রাম ডে ট্যুর ইভেন্ট। যারা শহুরে ক্লান্তি অথবা মানসিক অবসাদ দূর করার জন্য একদিনে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি হতে পারে আদর্শ বেড়ানোর জায়গা।
গোলাপ গ্রাম নামে খ্যাত সাদুল্লাপুর গ্রাম হলেও পুরোটাই গোলাপের বাগান দিয়ে পরিপূর্ণ। গোলাপের নয়নাভিরাম দৃশ্য ও মনমুগ্ধকর সুবাস গ্রাস করবে যে কোন দর্শনার্থীকে। গ্রামের বুক চিরে চলে গেছে আঁকাবাঁকা সরু পথ। তার দু’পাশে বিস্তীর্ণ গোলাপের বাগান। ফুটে থাকা গোলাপের সৌরভ ছড়িয়ে আছে সর্বত্র। নানা রঙের গোলাপ ফুলের সঙ্গে আছে জারভারা, গ্লাডিওলাস।
এই গ্রামের দিকে চোখ যতদূর যায়, শুধু লাল-সাদা গোলাপের সমারোহ! ঘাট থেকেই ভেসে আসবে গোলাপের সুগন্ধ। সুগন্ধ আর চোখ জুড়ানো দৃশ্য নিয়ে সেজে আছে পুরো গ্রাম। রাস্তার দু’ধারে দেখা যায় অসংখ্য গোলাপের বাগান। ঢাকার খুব কাছেই সাভারের বিরুলিয়া ইউনিয়নে তুরাগ নদীর তীরে এই গোলাপ রাজ্যের অবস্থান।
সকালের শিশির ভেজা গোলাপে নরম আলোর ঝিকিমিকি। গ্রামের বুক চিরে চলে গেছে আঁকাবাঁকা সরু পথ। তার দু’পাশে বিস্তীর্ণ গোলাপের বাগান। ফুটে আছে টকটকে লাল গোলাপ। গ্রামে ছড়িয়ে পড়েছে গোলাপের সৌরভ। এখানের যেকোনো বাগান থেকে কথা বলে আপনি গোলাপ কিনে নিতে পারেন।
বিশ্বাস রাখতে পারেন, এই গ্রাম আপনার যান্ত্রিক জীবনের অনেকটা ক্লান্তিই দূর করে দিবে।
Activity start time: 09 AM /-
Activity end time: 07 PM /-
Price: 400 /-
Activity Details
-
5.15 PM: আমরা গোলাপ গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। পৌছাবো ইন্শাআল্লাহ রাত ০৭ টায়।
-
2.00 PM: . লাঞ্চের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ঘুরাঘুরি।
-
11.00 AM: থেকে গোলাপ গ্রাম ভ্রমণ শুরু।
-
10.40 AM: পৌছাবো দিয়াবাড়ি বটতলা ঘাটে।
-
09 AM: আমাদের সাথে আসতে পারবেন বাসে রওনা হবো গোলাপ গ্রাম, সাদুল্লাহপুর গ্রামের উদ্দেশ্যে।
Activity Terms and Conditions
1
সবাই আমরা টিম হয়ে যাবো, সো একটা ফ্যামেলি। তাই সবাইকে সবাই একটু দেখে রাখবো আশাকরি। ট্যুরে ছোট খাট ব্যাপার গুলোকে এড়িয়ে যাওয়ার ট্রাই করবো। 2
ঝগড়া করা থেকে বিরত থাকবো।
3
সবাই সবাই কে সম্মান করবো হোক সে ছোট
4
অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
5
স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
6
কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
7
নির্দিষ্ট সময়ে ইভেন্ট ফি পরিশোধ করা।
8
ভ্রমন চলাকালিন যেকোন সমস্যা/দুর্ঘটনা মেনে নেওয়ার মন মানসিকতা নিয়েই অংশগ্রহন করা।
9
অনাকাঙ্খিত সমস্যা হোস্টের মাধ্যমে সমাধানের চেষ্টা করা।
10
অতিরিক্ত দু:সাহসিকতা না দেখানো, সাতার না জানলে পানিতে না নামা।
11
সম্পূর্ন ট্রিপের বিবরন ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করেছেন।
(প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, দুর্ঘটনা ইত্যাদির জন্য দায়ী নয় এমন কারণে যদি ট্রিপের অনাকাঙ্খিত খরচ বৃদ্ধি পায় সেটা সবাই সমান হার দিব ।
Activity Remark
1
বুকিং দেওয়ার পর কেউ যেতে না পারলে অন্য কেউ সেই জায়গায় যেতে পারবে তবে টাকা ফেরত যোগ্য নয়।
2
আগে আসলে আগে বুকিং এর মাধ্যমে বাসের সিট বন্টন করা হবে।
Activity Include
1। ঢাকা-মিরপুর দিয়াবাড়ি বটতলা ঘাট বাস ।
2। ট্রলার ভাড়া ।
3। ০১বেলা খাবার ও বিকালের নাস্তা ।
4। ভিতরে অটো ভাড়া ।
5। সকলের জন্য গোলাপ
6।অভিজ্ঞ গাইড।
খাবার:
দুপুর: সাদা ভাত, মুরগির মাংস/মাছ বিভিন্ন রকমের ভর্তা ,শাঁক ,ডাল , পানি।
বিকাল: স্ন্যাকস , চা।
Activity Exclude
1
কোন ব্যক্তিগত খরচ এবং যা উল্লেখ নাই
2
ঔষধ/শপিং
3
কোন রকম ব্যক্তিগত বীমা
4
যাওয়া এবং আসার দুই বার যাত্রা বিরতির খাবার।