Activity Info
- দেবতাখুম (Debotakhum), বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। নৈসর্গীক বান্দরবানকে বলা হয় খুমের স্বর্গরাজ্য আর এই রাজ্যের শ্রেষ্ঠত্বের মুকুট নিঃসন্দেহে দেবতাখুম এর কাছেই যাবে। স্থানীয়দের মতে প্রায় ৫০-৭০ ফুট গভীর এই খুমের দৈর্ঘ্য ৬০০ ফুট যা ভেলাখুম থেকে অনেক বড় এবং অনেক বেশী বন্য। দেবতাখুম যেতে হলে আপনাকে প্রথমে রোয়াংছড়ি থেকে কচ্ছপতলী আর্মি ক্যাম্প যেয়ে অনুমতি নিয়ে ট্রেক করে শীলবাঁধা পাড়া (লিরাগাঁও) যেতে হবে। অবশ্যই শীলবাঁধা পাড়া থেকে বাঁশের মজবুত ভ্যালা বানিয়ে নিতে হবে। শীলবাঁধা গিয়ে প্রথমে পং সু আং খুম পার হতে হবে। পং সু আং খুম পার হওয়ার পর দেবতাখুমের শুরু। স্থানীয়দের কাছে এটা হল সোনাখুম। অনেকে আবার মারমা ভাষায় থংচিখুম নামেও ডাকেন। গহীনে অবস্থিত রোয়াংছড়ির দেবতাখুম। যেহেতু এটি এডভেঞ্চার টাইপ ট্র্যাকিং ট্যুর, তাই খুবই সীমিত সংখ্যক মেম্বার নিয়ে আমরা ট্যুর করবো। তাই দ্রুত সীট কনফার্ম করুন।
দেবতাখুম এর ট্রেইল যেমন সুন্দর তেমনি ভয়ংকর। বর্ষায় গেলে ট্রেইলের ঝিরি/পাহাড়ের রূপে যেমন আপনার চোখ আটকাবে তেমনি পিচ্ছিল পাথুরে পথে পা ফসকে বড় ধরনের বিপদে পড়ার আশঙ্কাও থাকে পদে পদে। কোন কোলাহল নেই, নেটওয়ার্কের বাহিরে। চারিপাশে নিস্তব্ধ সুনসান নিরাবতা, যেন এক ভূতুড়ে পরিবেশ। ফোটা ফোটা পানির শব্দে আরো ভূতুড়ে মনে হবে পরিবেশটা। বিশাল দুটি পাহাড়ের মাঝ দিয়েই চলে গেছে পথ যা ভেলায় করে পারি দিতে হবে। প্রকৃতিকে খুব কাছে থেকে উপভোগ করতে পারবেন এখানটায়। যেন মিশে যাবেন প্রকৃতির সাথে। যাওয়ার পথই আপনাকে বলে দিবে – স্বর্গের পথ কতটা সুন্দর হতে পারে।
অসম্ভব রকমের এডভেঞ্চার, একেবারে মনকে ভয়ার্ত করে দেয়ার জন্যে পারফেক্ট দেবতাখুম। ট্রেকিং, এডভেঞ্চার, রিস্ক, ভেলার কায়াকিং সবকিছুর একটি কম্বো প্যাকেজ এই দেবতাখুম। একেবারে নেটওয়ার্ক এর বাইরে, ভিন্ন এক পরিবেশ। আশেপাশের সব সুনসান। শব্দ হিসেবে থাকবে উপর থেকে পানির ফোটা পরার শব্দ, নিজেদের ভেলার আওয়াজ এবং আপনার কথারই প্রতিধ্বনি! আশেপাশের পরিবেশটা এত ভুতুড়ে আর নিরবতার যে এটা আপনাকে সত্যি সত্যিই রিয়্যল এডভেঞ্চারের ফিল এন দিবে। বড় বড় দুই পাহাড়ের মাঝখানের এই খুম (গর্ত/যেখানে পানি জমে) ভিতরের দিকে একদমই অন্ধকার। সূর্যের আলো খুবই সংকীর্ণ।
Activity start time: 08 PM /-
Activity end time: 09 PM /-
Price: 2600 /-
Activity Details
-
08 PM: বতলী /সায়দাবাদ থেকে বান্দরবানের উদ্দ্যেশ্যে রাতে রওনা হবো।
-
8.00 AM: বাস থেকে নেমে ফ্রেশ হয়ে নাস্তা করে বাস অথবা জীপে করে রোয়াংছড়ি। সেখানে থানায় এন্ট্রি করে চলে যাবো কচ্ছপথলি।
এরপর কচ্ছপথলি আর্মি ক্যাম্প থেকে পার্মিশন নিয়ে দেবতাখুমের উদ্দ্যেশে হাটা শুরু করবো। ঘন্টাখানেক হাটার পর পৌছে যাবো কাংখিত দেবতাখুমে। নৌকা, বাশের ভেলায় ভেসে ঘুরে ঝাপাঝাপি দাপাদাপি করবো, ছবি তুলবো।অনেকটা সময় কাটিয়ে পাহাড়ি পাড়ায় এসে দুপুরের খাবার সেরে নিবো। একই পথে রোয়াংছড়ি হয়ে বান্দরবান শহরে ফিরে আসবো।
-
09 PM: উঠে পড়বো ঢাকাগামী বাসে।
Activity Terms and Conditions
1
সবাই আমরা টিম হয়ে যাবো, সো একটা ফ্যামেলি। তাই সবাইকে সবাই একটু দেখে রাখবো আশাকরি। ট্যুরে ছোট খাট ব্যাপার গুলোকে এড়িয়ে যাওয়ার ট্রাই করবো। ঝগড়া করা থেকে বিরত থাকবো।
2
সবাই সবাই কে সম্মান করবো হোক সে ছোট
3
অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
4
স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
5
কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
6
নির্দিষ্ট সময়ে ইভেন্ট ফি পরিশোধ করা।
7
ভ্রমন চলাকালিন যেকোন সমস্যা/দুর্ঘটনা মেনে নেওয়ার মন মানসিকতা নিয়েই অংশগ্রহন করা।
8
অনাকাঙ্খিত সমস্যা হোস্টের মাধ্যমে সমাধানের চেষ্টা করা।
9
অতিরিক্ত দু:সাহসিকতা না দেখানো, সাতার না জানলে পানিতে না নামা।
10
সম্পূর্ন ট্রিপের বিবরন ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করেছেন।
(প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, দুর্ঘটনা ইত্যাদির জন্য দায়ী নয় এমন কারণে যদি ট্রিপের অনাকাঙ্খিত খরচ বৃদ্ধি পায় সেটা সবাই সমান হার দিব ।
Activity Remark
1
বুকিং দেওয়ার পর কেউ যেতে না পারলে অন্য কেউ সেই জায়গায় যেতে পারবে তবে টাকা ফেরত যোগ্য নয়।
2
আগে আসলে আগে বুকিং এর মাধ্যমে বাসের সিট বন্টন করা হবে।
Activity Include
1
ঢাকা-বান্দরবান-ঢাকা নন এসি বাস টিকেট
2
বান্দরবান-রোয়াংছড়ি-কচ্ছব থলি যাওয়া এবং আসার চান্দের গাড়ি/বাস/সিএনজি যাতায়াত ভাড়া।
3
সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।
4
নৌকা এবং ভেলার খরচ।
5
প্রশাসন অনুমোদিত লোকাল গাইড সার্ভিস।
অভিজ্ঞ গাইড।
6
খাবার:
সকালঃ ভুনাখিচুড়ি /পরটা+সবজি+ডিম+চা
দুপুর: সাদা ভাত, মুরগির মাংস+ ভর্তা ,ডাল , পানি।
বিকাল: ভুনাখিচুড়ি /পরটা+সবজি+ডিম+চা
Activity Exclude
1
কোন ব্যক্তিগত খরচ এবং যা উল্লেখ নাই
2
ঔষধ/শপিং
লাইফ জ্যাকেট খরচ
3
কোন রকম ব্যক্তিগত বীমা
4
যাওয়া এবং আসার দুই বার যাত্রা বিরতির খাবার।